মাহমুদ মুজিব
দেয়াল পত্রিকা বহুকাল থেকে চর্চিত এক শিল্পমাধ্যম। ভাবের আদান-প্রদান, শিল্পভাবনার বিনিময়, বুদ্ধিবৃত্তিক চর্চা ও মনোবিকাশের মাধ্যম হিসেবে দেয়াল পত্রিকার জুড়ি নেই। বাংলাদেশের ইসলামি অঙ্গনে জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া এ ক্ষেত্রে বেশ অগ্রসরমান। পড়াশোনার পাশাপাশি লেখালিখি ও সাহিত্যসাধনায় বেশ মনোযোগী এখানকার শিক্ষার্থীরা।
জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার ইদাদীয়া ২য় (ক) এর ছাত্রদের অংশগ্রহণে
“প্রতীতি” দেয়াল পত্রিকাটি প্রকাশিত হয়। এতে মাজহারুল ইসলাম, তানবীর আল রাহাত, মুয়াজ আমিন, মেহেরাজ, মাহমুদুল হক আতিক, সাইফুর রহমান, আদনান, মোহাম্মদ সায়েম, আদিল লেখা আর মুজাহিদুল ইসলাম, মুহাম্মদ বিন জসীম, তৌসিফ, রিয়াজুল ইসলামের কবিতা প্রকাশিত হয়েছে।
প্রতীতির প্রচ্ছদ ডিজাইন করেছেন শায়খ নুরুল আমিন মাদানী। উপদেষ্টা ও সম্পাদনায় রয়েছি আমি মাহমুদ মুজিব। সার্বিক সহযোগিতায় ছিলেন, মুয়াজ আমিন, তানবীর আল রাহাত, মেহেরাজুল ইসলাম, আব্দুল্লাহ আল ফাহিম তাওফিকুল ইসলাম তোয়াহাসহ ইদাদীয়া ২য় (ক) বর্ষের ছাত্রবৃন্দ। লিপিকার ছিলেন মেহেরাজুল ইসলাম, অলংকরণ করেছেন, তানভীর আল রাহাত
সার্বিক তত্ত্বাবধানে ছিল প্রিয় সংগঠন আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামি।
Leave a Reply