নিজস্ব প্রতিবেদক :: আলেম নয় সবার আগে মাদরাসা শিক্ষার্থীদের মানুষ হওয়ার প্রশিক্ষণ নিতে হবে বলে মন্তব্য করেছেন আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা-জামিয়া আফতাবনগরের শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ আবূ মূসা কাসেমী। তিনি বলেন, মাদরাসা পড়ুয়াদের নিজেকে মানবিক হতে হবে। অন্যের জন্যও ভালোবাসা রাখতে হবে। নিজেকে সমাজ থেকে আলাদা ভাবার কোনো সুযোগ নেই। যুগে যুগে নবী-রাসূলগণ এ সমাজের কাছেই, এই গোত্র-বংশের কাছেই এসেছেন। তাদেরকেই দ্বীনের পথে, আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। আমাদের পথও সেই পথই। সেই পথেই আমাদের এগিয়ে যেতে হবে।
মহান আল্লাহর কাছে বিশেষ ক্ষমাপ্রাপ্তির প্রত্যাশা ব্যক্ত করে আল্লামা কাসেমী বলেন, বিজ্ঞ আলেম হওয়া বড় কথা নয়, জান্তা ইঞ্জিনিয়ার হওয়া বা ডাক্তার-উকিল-ব্যারিস্টার হওয়া বড় কথা নয়। মূলত আমাদের প্রকৃত নায়েবে নবী, নায়েবে রাসূল হতে হবে। আল্লাহ ওয়ালা হতে হবে। তাহলেই জগতের মানুষ শান্তি পাবে। আমাদের আখেরাত সুন্দর হবে।
সোমবার (১৬ মে ২০২২) সকালে আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা-জামিয়া আফতাবনগরের শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ আবূ মূসা কাসেমী বছরের সূচনা ক্লাসের উদ্বোধনীতে এসব কথা বলেন।
আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা-জামিয়া আফতাবনগরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতী শরীফুল ইসলাম বলেন, আমলে আখলাকে শিক্ষার্থীদের জীবন যেনো আগের চেয়ে ভালো হয়। পরের দিনগুলো যেনো সুন্দর হয়। আল্লাহ আমাদের কবুল করুন।
আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা-জামিয়া আফতাবনগরের মুতাওয়াল্লি ইঞ্জিনিয়ার মীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোহাম্মদ জোবায়ের হোসেন, মুফতী তারেক জামিল, মুফতী হাসনাইন হোসাইন, মুফতী বায়েজিদ বিন আমীর, মুফতী শহীদুল্লাহ শিবলি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, মুফতী আবদুল্লাহ আল মামুন, মুফতী উসমান গণি, মুফতী মুহাম্মদ আলী, মুফতী আবদুল্লাহ মাহমুদ, মুফতী হারুনুর রশিদ, মুফতী জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।
Leave a Reply