বিনয় ও নম্রতা যে একটি অস্ত্র এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী অস্ত্র তা আবারো প্রমাণিত হলো মুহতারাম মাওলানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ-এর জামিয়া রহমানিয়া থেকে বের হওয়ার সময়।
জামিয়া রহমানিয়া আরাবিয়া নিয়ে যত ইতিহাসই থাকুক আজকে মুহতারাম মাওলানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ-এর আচরণের পরে আবারো প্রমাণিত হলো যে, কোন দ্বীনি প্রতিষ্ঠান এমন মহান মানুষদের দ্বারাই পরিচালিত হওয়া উচিৎ।
মুহতারাম মাওলানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ-এর আজকের আচরণ সবার জন্য শিক্ষনীয় হয়ে থাকা উচিৎ। এমন পরিস্থিতিতেও কতটা প্রশান্তচিত্তে “আলহামদুলিল্লাহ“ বলা যায় তা সবার শিখা উচিৎ। হাজার দলিলপত্র, হাজার যুক্তি, হাজার ইতিহাস তিনি আজকে তার আচরণে অপ্র্রাসঙ্গিক করে দিয়েছেন।
বিনয়, নম্রতা সত্যিই আল্লাহর দেয়া নেয়ামত। মুহতারাম মাওলানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহকে আল্লাহ এই নেয়ামত দিয়েছেন।
লেখক : সমাজ বিশ্লেষক
Leave a Reply