সাখাওয়াত রাহাত
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার নাম। জীবনঘনিষ্ঠ ছোট-বড় সব বিষয়েই ইসলামের দিকনির্দেশনা রয়েছে। তেমনই একটি নির্দেশনা হলো, সমস্ত ভালো ও সম্মানজনক কাজকর্মে ডান হাত ব্যবহার করা বা ডান দিককে অগ্রাধিকার দেওয়া।
সম্প্রতি ‘হাইওয়ে পুলিশ’ নামে একটি ফেইসবুক ফ্যানপেইজে হাঁটার সময় রাস্তার ডানদিকের ফুটপাত ব্যবহার করার প্রতি উৎসাহিত করা হয়েছে। তারা লিখেছে-রাস্তার ডানদিকের ফুটপাত ধরে চলুন। ডানদিকের ফুটপাতে চললে আপনি রাস্তায় চলাচলরত গাড়ি থেকে অনেকটাই সুরক্ষিত। কারণ আপনার পাশের যানবাহনগুলো বিপরীত দিক থেকে আসায় আপনি তা দেখতে পাবেন। তাই নিজেকে নিরাপদ রাখা অনেকটাই সহজ।’
ডানদিক ধরে পথচলার উপকারিতা অনেকে এখন খুঁজে পেলেও মানবতার ধর্ম ‘ইসলাম’ প্রায় দেড়হাজার বছর আগেই এর সুফল বর্ণনা করেছে।
উম্মুল মুমিনীন হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা-সেন্ডেল পরা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন করা এবং প্রত্যেক (ভালো) কাজই ডান দিক থেকে করতে পছন্দ করতেন। [বুখারি : ১৬৯]
অন্য এক হাদিসে হজরত ইবনে ওমর রা.-এর সূত্রে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সা. বলেন, ‘তোমাদের কেউ যদি খাবার গ্রহণ করতে চায় সে যেন ডান হাতে খায়। পান করতে চাইলে যেন ডান হাতে পান করে। কারণ শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে।’ [মুসলিম : ২০২০]
সুতরাং সাচ্চা আশেকে রাসুল হিসেবে আমাদের উচিৎ, একান্ত অপারগ না হলে সবরকম ভালোকাজে ডানকে প্রাধান্য দেওয়া।
লেখক : তরুণ আলেম
Leave a Reply