কাবা শরিফ- মদিনায় জুমা পড়াবেন শায়খ ওসামা ও কাসিম
শীলনবাংলা ডটকম :: সৌদিতে ১৪৪৪ হিজরির জিলহজ মাসের প্রথম জুমা। আজকের জুমায় কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে খুতবা দিয়েছেন এবং জুমার নামাজ পড়িয়েছেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়িয়েছেন জিয়ারতকারী, হজ ও ওমরাহ পালনকারীরা।
২৩ জুন ২০২৩ইং মোতাবেক ০৫ জিলহজ ১৪৪৪ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে আজ হিজরি বছরের জিলহজ মাসের প্রথম জুমা অনুষ্ঠিত হয়।
Leave a Reply