হেলার ভেতর জীবন ছিল
নিজকে গড়ার টার্গেটে
পড়ালেখার দূরসীমানায়
হয়নি শিখা পাড়ঘেটে।
ইচ্ছে ছিল বড় হবো
বিশ্ব ঘুরে জানবো যে
নিজের আঁকা কাচের গ্লাসে
সেরাছবি মানবো যে।
নিজের লেখা কথা পড়ে
সত্যি আমি হাসবো কি
ইমোশনাল রঙস্বভাবে
খুশিমনে ভাসব কি।
ইচ্ছে আমার কচি তবে
বাকবাকুম পায়রা সে
গলা টিপে হত্যা করি
যেনো সতিন ভায়রা সে।
হেলায় হেলায় আজ এখনো
সময় কাটে পিঠঘষে
জ্ঞানের খোঁজে যতই হাঁটি
ব্রেনে পড়ে ইটকষে।
রোববারের ছড়া/ইচ্ছে
Leave a Reply