শীলন বাংলা ডটকম : আল জান্নাহ মহিলা মাদরাসা-এর প্রিয় শিক্ষার্থী, অভিভাবিকাদের নিয়ে, শিক্ষার্থীদের পবিত্র কুরআন মাজিদ-এর হিফজ সবকপ্রদান উপলক্ষে আজ ১৪ জুন ২০২২ মঙ্গলবার ২.৩০ মিনিটে মাদরাসা মিলনায়তনে এক দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সবকপ্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মারকাজুল মাআরিফ আল ইসলামিয়া ঢাকার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতী আবু বকর সাদি, বাইতুল কুরআন ওয়াসসুন্নাহ’র প্রিন্সিপাল মাওলানা যাইনুল আবিদীন, আওয়ার ইসলাম সম্পাদক মুফতী হুমায়ুন আইয়ুব, মাসিক নকীব নির্বাহী সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ, বহুগ্রন্থ প্রণেতা ও অনুবাদক মুফতী মুহসিন আল জাবির, জামিআ নূরে মদীনার উস্তাদ ও কলরব শিল্পী মুফতী সাঈদুজ্জামান নূরপ্রমুখ।
অতএব প্রিয় শিক্ষার্থী ও অভিভাবিকাদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠান প্রিন্সিপাল হফেজ মাওলানা মাসউদুল কাদির।
প্রতিষ্ঠানটির ঠিকানা : ৩৯/৭-এ, পূর্ব হাজিপাড়া, রামপুরা, ঢাকা মুঠোফোন : ০১৭১৬-৪১১৮৩১
Leave a Reply