আমিনুল ইসলাম কাসেমী
হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। যে সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা আহমাদ শফি রহ,,। ২০১০ সনে এ সংগঠনের যাত্রা শুরু। তবে ২০১৩ সন থেকে সবচেয়ে বেশী ফলাও হয়। হেফাজতের সবচেয়ে বড় প্রোগ্রাম ২০১৩ সনের ৫ এপ্রিল এবং ৫ মে। রাজধানী ঢাকাতে স্মরণ কালের বড় সমাবেশ হয়েছিল। তবে আলোচিত প্রোগ্রাম ছিল ৫ মের শাপলা চত্তরের। যেটা সে সময়ের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত।
হেফাজতে ইসলাম নবীপ্রেমিকদের সংগঠন। এ সংগঠন এত্ত জনপ্রিয়তা এবং আলোচিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর দুশমুনদের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে। যারা আমাদের পেয়ারা নবীকে গালি দিয়েছে, অপমান করেছে, তাদের বিরুদ্ধে জেগে ওঠেছে নবীপ্রেমিকগণ। কোন দলমত নেই। প্রত্যেক কালিমা গো মুসলমানের সংগঠন হল হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এ সংগঠনের সভাপতি আল্লামা আহমাদ শফি সাহেব বেশ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। যার কারনে সভাপতির পদ শুন্য হয়েছিল। বহু জল্পনা – কল্পনার পর আজ হেফাজতের কাউন্সিল হল। এতে নতুন করে কমিটি গঠন হয়েছে।
সভাপতি ( আমীর) পদে দায়িত্ব পেয়েছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব দাঃ বাঃ।
মহাসচিব, আল্লামা নুর হোসেন কাসেমী দাঃ বাঃ।
আরো বহু ওলামায়েকেরাম কমিটিতে এসেছেন। তবে আমার একজন প্রিয় মানুষ, ঢাকা আরজাবাদ মাদ্রাসার মোহতামিম, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব দাঃ বাঃ হেফাজতের নায়েবে আমীর নিযুক্ত হয়েছেন।
বড় ভাল লাগল। সকলকে অভিনন্দন। তবে আল্লামা শামসুদ্দিন কাসেমী সাহেবের যোগ্য উত্তরসুরী, জমিয়তের যুগ্ন মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়াকে হেফাজতের নায়েবে আমীর নিযুক্ত হওয়ায় আমার কাছে আরো বেশী ভাল লেগেছে। সকলকে শুভেচ্ছা। শুভকামনা রইল। আল্লাহ খায়ের করুন। আমিন।
Leave a Reply