শীলন বাংলা রিপোর্ট (হবিগঞ্জ অফিস) : হবিগঞ্জে ২১ বছর আগে তিনজনকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন দিয়েছে আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও দুই বছর কারাগারে থাকতে হবে।
সাজাপ্রাপ্তরা হলেন জেলার বানিয়াচং উপজেলার পুরান পাথাড়িয়া গ্রামের ইসমাইলের ছেলে করম আলী, হেলিম উল্লার ছেলে আলী মোহাম্মদ, আব্দুল হাশিমের ছেলে সুরুজ আলী ও সঞ্জব আলীর ছেলে তুরাব আলী।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের আদালত পরিদর্শক মো. আল আমিন হোসেন মামলার নথির বরাতে জানান, ১৯৯৮ সালের ১৯ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহেদ আলী ও আলী আহম্মদের লোকদের সংঘর্ষ হয়। এতে শাহেদ আলীর পক্ষের সামছুল হক, আফিল উদ্দিন আর আলী আহম্মদের পক্ষের নূর মোহাম্মদ নিহত হন। এছাড়া উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হন।
এ ঘটনায় নিহত নূর মোহাম্মদের ভাই আলী আহম্মদ ও নিহত অন্য দুইজনের আত্মীয় আতিকুন্নেছা পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। দুই মামলায় আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দেয়।
Leave a Reply