উমর ফারুক শাবুল, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের দুই উপজেলায় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। তারা সবাই হাওরে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে বলে সুত্রে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৪ জুন) হবিগঞ্জ জেলার বাহুবল ও আজমিরীগঞ্জ উপজেলায় বিভিন্ন সময় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের দরছ মিয়ার ছেলে ওরখাইদ (১১) ও সাতকপান ইউনিয়নের মানিকা গ্রামের আব্দুস ছালামের ছেলে নছর উদ্দিন (১৭) এবং আজমিরীগঞ্জ উপজেলার নয়ানগর গ্রামের সমর আলীর ছেলে লিলু মিয়া (১৬)।
মৃত তিন শিশুর পরিবারকে ২০ হাজার করে সরকারি নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
Leave a Reply