সোমবার, ০৫ Jun ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ন

সুপ্রিমকোর্টের সমকামিতার রায় দেশধর্মের জন্য ভয়ঙ্কর : আবুল কাসেম নোমানী

সুপ্রিমকোর্টের সমকামিতার রায় দেশধর্মের জন্য ভয়ঙ্কর : আবুল কাসেম নোমানী

আরেফ উসমানী (দারুল উলূম দেওবন্দ): ভারতের সুপ্রিম কোর্টে সমকামিতার বৈধতার পক্ষে রায় দেয়ায় দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী বিরোধিতা করে বলেছেন, সব ধর্ম এবং প্রত্যেক ধর্মাচারে সমকামিতাকে বৈধতা দেয় না। আখলাকি এবং চিন্তাগত দিক দিয়েও এটি অপছন্দনীয় এবং অগ্রহণযোগ্য।

এখনো আদালতের কপি হাতে পাননি দাবি করে মাওলানা নোমানী বলেন, এখনই কিছু বলতে পারছি না। কারণ আদালতের রায়ের কপি আমাদের হাতে এখনো পৌঁছেনি। গণমাধ্যমের খবরে যতটুকু জেনেছি তাতে প্রতীয়মান হয় যে, এটা এই উপমহাদেশের জন্য খুবই বেমানান, অগ্রহণযোগ্য এবং ভয়ঙ্কর সিদ্ধান্ত।

দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী আইনী লড়াইয়ের আহ্বান জানিয়ে বলেন, ভারতের ধর্মীয় নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলদের এ বিষয়ে আইনীভাবে লড়তে হবে।


অনুবাদ : আশরাফ হুমাইদ
সূত্র : ডেইলি সাহাফাত, দিল্লী

শেয়ার করুন...

One response to “সুপ্রিমকোর্টের সমকামিতার রায় দেশধর্মের জন্য ভয়ঙ্কর : আবুল কাসেম নোমানী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2018 shilonbangla.com
Design & Developed BY ThemesBazar.Com