ইনারা বাংলাদেশ বিচার ও প্রশাসনের কিছু কর্মকর্তা। কেউ জজ ম্যাজিস্ট্রেট, কেউ ইউএনও বা সমপর্যায়ের কর্মকর্তা। এমন বহু কর্মকর্তা রাষ্ট্র ও সরকারের নানা জায়গায় রয়েছেন। মেধা ও কৃতিত্বের জোরে সরকারি চাকুরিতে ক্যাডারভুক্ত হতে পেরেছেন। দীনি জীবনবোধ এবং প্রকাশ্য গেটাপ তাদের আলাদা করতে পারে। অনেকে আবার প্রচলিত গেটাপেই দীনি বোধবিশ্বাস আমল ও আখলাকের পাবন্দ রয়েছেন।
তাদের সাফল্য কামনা করার পাশাপাশি নিজেদের সরল সহজ আবেগ সংযত করুন। বেশি ঢাকঢোল পিটিয়ে এমন মেধাবিদের উথ্থান রুখে দেবেন না। সরকারি চাকুরিতে দীনি মেজাজের ক্যাডারদের প্রবেশে বাধা হয়ে দাঁড়াবেন না। যারা সম্ভাবনা নিয়ে আছেন, তাদের উন্নতি থামিয়ে দেবেন না।
যাদের দেখে আপনার ভালো লাগে, তাদের দেখে অনেকের তো খারাপও লাগতে পারে, তাইনা! নীতিবান দীনদার দুর্নীতিমুক্ত কর্মকর্তারা যেমন প্রশংসিত, নীতিহীন বেদীন দুর্নীতিপরায়ন লোকেদের জন্য এঁরা বাধাও বটে।
আল্লাহ উনাদের হিংসুকের হিংসা ও দুশমনের দুশমনি থেকে রক্ষা করুন। বাংলাদেশের রাষ্ট্র সরকার ও প্রশাসনের ভালো চায়না, এমন শক্তির বদনজর থেকে আল্লাহ তাঁদের হেফাজত করুন।
Leave a Reply