শীলন বাংলা ডটকম : শীলন বাংলাদেশের ১১৩তম সাহিত্য আড্ডায় বক্তারা বলেছেন, ছন্দজ্ঞান অর্জন করেই লেখালেখি করা উচিত। ছন্দভেঙে কবিতা লেখার জন্যও ছন্দের জ্ঞান অত্যাবশ্যক। ছন্দ জানলে, কবিতার পর্ব জানলে, মাত্রা-অন্ত্যমিল জানলে কবিতা শ্রুতিমধুর হয়। লেখালেখি করেও জীবনের অর্থকষ্ট দূর করা সম্ভব। তারা বলেন, মানুষের মধ্যে মানবিক বোধ জাগিয়ে তোলার জন্য লেখালেখি করতে হবে। আজকাল মানুষে মানুষে হিংসা-হানাহানি ভয়াবহ আকার ধারণ করেছে। লেখালেখির মাধ্যমে মানুষের মধ্যকার মানবিকবোধ আবার জাগিয়ে দিতে হবে।
শুক্রবার সকালে কবি আদিল মাহমুদ-এর উপস্থাপনায় মাওলানা যাকারিয়া ইদরিস-এর সভাপতিত্বে রাজধানীর হাতিরঝিল মধুবাগ সংলগ্ন মাঠে শীলন বাংলাদেশের ১১৩তম সাহিত্য আড্ডায় বক্তারা এসব কথা বলেন।
শীতের সকালে শীলনবন্ধুদের কবিতা পাঠে শুরু হয় সাহিত্য আড্ডা। পঠিত লেখার উপর পর্যালোচনা করেন কবি শামস আরেফিন ও পৃথিশ বিশ্বাস। নিয়মিত সাহিত্য আড্ডার মাধ্যমে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার আহ্বান জানান শীলন বাংলাদেশের সভাপতি ছড়াকার মাসউদুল কাদির।
এছাড়াও অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠে অংশ নেন, কাজী সিকান্দার, আবুল ফাতাহ কাসেমী, আহমাদ সিরাজী, উমায়ের সিরাজী, মুহাম্মদ সাআদুদ্দিন, আবুদ্দারদা, মাহফুজুল ইসলাম, মাহবুবুর রহমান, আদনান সাদ প্রমুখ।
Leave a Reply