১১৪তম সাহিত্যসভা অনুষ্ঠিত
শীলন বাংলা ডটকম : কওমি অঙ্গনে সাড়া জাগানো শত শত লেখক-সাংবাদিক তৈরীর পাঠশালা শীলন বাংলাদেশ—এর ১১৪তম সাহিত্যসভা ও চা—চক্র অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর পূর্ব হাজিপাড়ায় আল জান্নাহ শিক্ষা ইনস্টিটিউট মিলানায়তনে শুক্রবার (৪ ডিসেম্বর) ছাড়াকার ও কথাসাহিত্যিক মাসউদুল কাদির—এর সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হয় এ সাহিত্য সভা। এবারের সাহিত্য আড্ডার নাম দেয়া হয় সাহিত্য চা—চক্র।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের সাহিত্য সম্পাদাক মীর হেলাল, জামিআ কারিমিয়া রামপুরা মাদরাসার শিক্ষক মাওলানা আবুল ফাতাহ কাসেমী ও কথাসাহিত্যিক নকিব মাহমুদ ও ইহসান আদীব।
বক্তারা শীলন বাংলাদেশ—এর গৌরবোজ্জ্বল অতীত তুলে ধরে বলেন, ইসলামী ঘরানার লেখক তৈরীর ক্ষেত্রে শীলনের অবদান অনস্বীকার্য। বিগত ২০ বছর ধরে লেখক গড়ার কারিগর হয়ে কাজ করছে শীলন বাংলাদেশ।
শীলন বাংলাদেশের সাহিত্যসভায় লেখার পাঠ করেন, মাসউদুল কাদির, আবুল ফাতাহ কাসেমী, সায়ীদ উসমান, কাজী সিকান্দার, নকিব মাহমুদ, ইহসান আদীব, আদিল মাহমুদসহ আরো অনেকে। পঠিত লেখার উপর আলোচনা করেন ছড়াকার সায়ীদ উসমান ও শেখ মুহাম্মদ।
এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন, সামীম আহমেদ, বাপ্পি হাসানাত, ইমরান হাসিব প্রমুখ।
Leave a Reply