বইয়ের পাতায় চোখ বুলিয়ে
ঘুমের ঘোরে ঢুলি,
মাথার ভেতর ঘোরে শুধু
ঠাকুরমায়ের ঝুলি৷
পেছন থেকে বললো হঠাৎ
কর্তা মায়ে ডাকে,
শুনতে পেলাম উচ্চস্বরে
খুব চেঁচিয়ে হাঁকে৷
পিলে আমার চমকে ওঠে
বন্ধ বইয়ের পাতা,
ভীষণ রাগে গড়গড়িয়ে
বলছে মায়ে যা তা!
সামনে গিয়ে আস্তে করে
বলছি মাগো শোনো,
আমায় নিয়ে এত্তোবেশি
স্বপ্ন কেন বোনো?
পড়ালেখায় মন বসে না
তাইতো আমি ঘুরি,
পাখির মতো পরীর মতো
রাত দুপুরে উড়ি৷
বুঝতে পারি আমায় নিয়ে
করো অনেক আশা,
হয়তো হবো বিজ্ঞানীদের
মহাকাশের নাসা!
কিন্তু আমি ডানপিটে এক
ছোট্ট গাঁয়ের ছেলে,
কেমনে দেবো সবার মাঝে
জ্ঞানের প্রদীপ জ্বেলে?
বড় হতে পারবো আমি
তোমার দোয়া পেলে,
মানুষ হবো অজ্ঞানতার
কুয়াশাকে ঠেলে৷
Leave a Reply