শীলনবাংলা ডটকম :: করোনা মহামারীতে সারাদেশ লকডাউন অবস্থায় দরিদ্র অসহায় রাজধানীর ঢাকার বিভিন্ন থানার অসহায় মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দক্ষিণের কলাবাগান ও চকজাবার থানার বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইমতিয়াজ আলম, জয়েণ্ট সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, মাওলানা কামাল হোসাইনসহ থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, সাবান ও নগদ অর্থ।
ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, অভাবগ্রস্ত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে।
তিনি বলেন, নিঃস্ব মানুষ না খেয়ে দিনাতিপাত না করতে হয়, সেটা ইসলামের শিক্ষা। এ পরিস্থিতিতে দেশের বিত্তশালীরা অধিক হারে এগিয়ে আসলে সকল দরিদ্র পরিবারের কাছে খাবার সামগ্রী পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা যায়।
Leave a Reply