সগীর আহমদ চৌধুরী : তোমারে ভাই কখনো পছন্দ ছিল না আমার, ওয়াযেও তেমন একটা বসি নাই, দুয়েকবার দূর থেকে দেখা হয়েছে হয়তো, জিরি মাদরাসার সভায় প্রথমবার হাত মেলানো হয়েছিল।
আমার দু’জন উস্তাযে মুহতারাম শায়খ আল্লামা মুফতী মুহাম্মদ আবদুল হালীম বুখারী (দা. বা.) ও আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব (দা. বা.)-এর মুখে তোমার প্রশংসা শুনেছি, ব্যাস এটুকুই, এটুকুর জন্য ভালো ধারণা রাখি। তোমার পেছনে নওজোয়ানদের লাইন দেখি, তোমার বয়ানে যুবকদের স্রোত দেখি।
তোমার কথায় আসর আছে, যাদু আছে, যুবসমাজকে মোমের মতো গলতে দেখেছি, আমল-আখলাকে আশ্চর্যজনক পরিবর্তন দেখেছি। তোমাকে যতো দূর দেখেছি নিবয়ী দেখেছি, নম্র-ভদ্র শুনেছি। তোমার কান ধরে কাছে টেনে ভুলের সংশোধন করে দেওয়া যেতো, কিন্তু সেই দায়িত্ব কেউ পালন করেনি। তোহমত দিয়ে গেল, গিবত করে গেল, অপবাদ রটিয়ে গেল।
আজ তোমার হাসিমাখা এই ছবিটা বেশ ভালো লেগেছে। হায়াতে তৈয়বা কামনা করি তোমার, দুনিয়া-আখিরাতে দরজাতের বুলন্দ হোক, চেহেরার নুরানি এই হাসি সদা লেগে থাক তোমার।
লেখক : রাজনীতিক
Leave a Reply