বইটিতে শিশুদের উপযোগী সহজ কোমল শব্দ ও বাক্যে কিছু জীবন গঠনমূলক ছড়া স্থান পেয়েছে। আল্লাহ, রাসুল, ঈমান, ইসলাম, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, নবী, সাহাবি, ফেরেশতা, পরকাল, নেয়ামত ইত্যাদি বিষয়ের ছড়া উঠে এসেছে বইটিতে। যা কোমলমতি শিশুরা হেসেখেলে পড়বে এবং শিখবে। ছোট থেকেই পরিচিত হবে আমাদের প্রিয় ইসলামের সঙ্গে। আশা করি অভিভাবক বন্ধুরা তাদের আদরের সোনামণিদের হাতে বইটি তুলে দেবেন।
বই : মানুষ হওয়ার ছড়া
ধরন: এ-ফোর সাইজে পিন বাঁধাই রঙিন সচিত্র ছড়া
লেখক : মুনীরুল ইসলাম
প্রকাশক : বাবুই, স্টল নং ২৬১/ঘ-ঙ (শিশু চত্বর)
প্রচ্ছদ : আলমগীর জুয়েল
অলংকরণ : কামরুন নাহার ময়না
মুদ্রিত মূল্য : ১০০ টাকা
এছাড়া ছোটদের পুস্তক প্রকাশন সপ্তডিঙা থেকে মহানবীর গল্প শোনো এবং সাতভাই চম্পা থেকে ছড়ার আলো ছড়িয়ে দিলাম নামে আরও দুটি বই মেলায় আসার কথা রয়েছে।
-আন্দালিব সরকার
Leave a Reply