শীলনবাংলা ডটকম : জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী গড়গাঁয় মুসলমানদের ইবাদতগাহ হরিয়ানার মদিনা মসজিদ খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মদিনা মসজিদ খোলাসংক্রান্ত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লালের প্রতি একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, খুব দ্রুত মসজিদকে নামাজের জন্য খুলে দেয়ার নির্দেশ জারি করুন। এবং মসজিদে ইবাদত শুরু করার সুযোগ করে দিন।
একতরফা শাসনের সমালোচনা করে মাওলানা মাহমুদ মাদানী চিঠিতে লিখেন, একতরফা বিচারব্যবস্থায় সমাজে দুর্বল মানুষদের মধ্যে প্রচণ্ডরকম হতাশার সৃষ্টি হয়। বিশেষত মসজিদের বিষয় মুসলমানদের বুনিয়াদি অধিকারের সঙ্গে সম্পৃক্ত। এ কারণেই সারাদেশে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আর মুসলিম সংখ্যালঘুদের মধ্যে জাতিগত চিন্তা ও অভিমান তৈরী হয়েছে।
চিঠিতে মাওলানা মাদানী হরিয়ানার মনোহর লালকে সম্বোধন করে বলেন, এটি মুসলমান গুরুত্বপূর্ণ ধর্মীয় বুনিয়াদী ইবাদতকে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আদায় করার বিশ্বাসযোগ্য সুযোগ তৈরী করে দিতে হবে। আর সবধরনের ফেতনা ও বিশৃঙ্খলাকে দূর করতে হবে।
মুসলমানদের ধৈর্যের সঙ্গে বিষয়টি মোকাবিলা করার আহ্বান জানিয়ে মাওলানা মাহমুদ মাদানী বলেন, মসজিদ রক্ষার জন্য আইনী লড়াইয়ের সঙ্গে সঙ্গে বিশেষভাবে মহান আল্লাহর কাছে দুআ করতে হবে।
অনুবাদ ও গ্রন্থনা : আশরাফ হোমাইদ
Leave a Reply