শনিবার, ২৭ মে ২০২৩, ০৯:২৭ অপরাহ্ন

বিয়ে গোপনের বিষয় নয়

বিয়ে গোপনের বিষয় নয়

বিয়ে গোপনের বিষয় নয়

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী

ইসলামের দৃষ্টিতে মানুষের কাছে বিয়ের বার্তা পৌঁছানো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিয়ের কথা গোপন করা নয়, বরং বিয়ের বার্তা আশপাশের মানুষকে জানানো আবশ্যকীয় কর্তব্য। মানুষ যেন তাদের সম্পর্কে স্বচ্ছ সুন্দর ধারণা রাখে। তাদের জন্য বরকতের দোয়া করে।

মহানবি হজরত মুহাম্মদ (সা.) বিয়ের ঘোষণা দেওয়ার ব্যাপারে খুবই গুরুত্বারোপ করেছেন। বিয়ের প্রচার করতে আদেশ করেছেন। মসজিদে সমবেত মুসল্লি ও স্থানীয় মানুষের জটলার সামনে বর-কনের বিয়ের বার্তা পৌঁছাবে। মুক্ত কণ্ঠে ঘোষণা করবে। প্রয়োজনে শরিয়তসমর্থিত বাদ্য বাজাবে। হাদিসে ‘দফে’র কথা এসেছে। এ প্রসঙ্গে রাসূলে কারীম (সা.) বলেন, ‘তোমরা বিয়ে প্রকাশ্য ঘোষণার মাধ্যমে মসজিদে সম্পাদন করো এবং তাতে দফ বাজাও।’
লেখক : শিক্ষক ও আলেম

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2018 shilonbangla.com
Design & Developed BY ThemesBazar.Com