লাবীব আবদুল্লাহ
শাহাদত হোসাইন সেলিম আপনার জন্য দুআ আমাদের।নূরময় থাকুন ওপারে। আলোর পথে রাহে নূর সেবামূলক একটি কার্যক্রম৷ অসহায় ও বিপন্নদের পাশে থাকতে চেষ্টা করে সীমিত সাধ্যের ভেতর৷ শীতে, ঈদে, বন্যায় কলেজ ভার্সিটিপড়ুয়া বন্ধুদের নিজেদের মানবিক দায়বদ্ধতা, ইসলামের শিক্ষা থেকে কাজ করে যাচ্ছে৷ এই বন্ধু কাফেলার একজন ২০২০ সালের ডিসেম্বরে মটর সাইকেল দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন৷ কলেজে পড়তেন এই ভাই৷
শাহাদত হোসাইন সেলিম ভাইয়ের সাথে আমি একাধিক সেবার আয়োজনে সাথে ছিলাম৷ এই ছোট ভাইয়ের সাথী, বন্ধুদের আয়োজনে পিতৃস্নেহবঞ্চিতদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও রাতে বিরিয়ানি খাওয়ার আয়োজনে ছোট বাচ্চাদের সাথে মিলিত হলাম৷ মরহুমের জন্য দুআ৷ সন্তানহারা মায়ের সবরের জন্য দুআ৷ বন্ধুরা বন্ধুকে হারিয়ে সমবেদনা থেকে এই আয়েজন৷ আসর থেকে রাত ১১টা তক এই আয়োজনে থেকে নতুন অভিজ্ঞতা হলো আমার৷ পিতৃস্নেহদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক কথা বললাম বিশ মিনিট৷ বাচ্চারা অনুপ্রাণিত৷ আশাবাদী৷ চোখজুড়ে স্বপ্ন জীবন সংগ্রামে এগিয়ে যাবার৷ পরিবার ও দেশসেবায় আপাতত প্রচুর পড়ালেখার স্বপ্নের দিগন্তের কথা যখন বললাম মনে হলো আমার কৈশোরের কথা৷ আব্বুকে হারিয়ে সেই দিনগুলোতে একজন আমাকে প্রেরণা দিয়েছিলেন৷ মহৎ সেই মানুষের জন্য আমার দুআ ও ভালোবাসা৷
শাহাদত সেলিম টগবগে যুবক ছিলেন৷ আল্লাহ ওপারে সুখে রাখবেন আশা করি দুআ করি৷ আপনি অপরের বিপদে আলোর পথে ছিলেন৷ নূরময় হোক ওপারের জীবন আপনার৷
লেখক : প্রতিষ্ঠাতা প্রধান, শিকড় সাহিত্য মাহফিল
Leave a Reply