শীলনবাংলা ডটকম : ভারতে কয়েক মাস ধরে শুরু হওয়া ‘ধর্মীয় অসহিষ্ণুতা’ এবং রামের নামে ‘উসকানিমূলক রণহুংকার’ বন্ধে নরেন্দ্র মোদিকে চিঠি লেখায় অভিনেতা কৌশিক সেনকে গত বুধবার ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কৌশিকের পর এবার পরিচালক অনুরাগ কাশ্যপকেও সরাসরি প্রাণনাশের হুমকি দিলেন এক টুইটার ব্যবহারকারী।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে অনুরাগের উদ্দেশে ওই ব্যক্তি লেখেন, কিছুদিন আগেই তিনি নিজের রাইফেল এবং শটগান পরিষ্কার করে রেখেছেন। অনুরাগের সঙ্গে সামনাসামনি হওয়ার জন্য অপেক্ষা করছেন।
ঘটনার আকস্মিকতায় অনুরাগ এক মুহূর্তও দেরি না করে টুইটটি মুম্বাই পুলিশকে ফরওয়ার্ড করে দেন। প্রত্যুত্তরে মুম্বাই পুলিশ জানায়, ইতিমধ্যে সেই ব্যক্তির টুইটার অ্যাকাউন্টের বিবরণ সাইবার পুলিশ বিভাগে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
পুলিশ যাতে এ ঘটনার উপযুক্ত ব্যবস্থা নিতে পারে সে জন্য অনুরাগকে নিকটস্থ থানায় অভিযোগও দায়ের করতে বলেন তারা।
Leave a Reply