শনিবার, ২৭ মে ২০২৩, ০৮:৩৫ পূর্বাহ্ন

দেওবন্দে স্মার্টফোন থাকলেই বহিষ্কার

দেওবন্দে স্মার্টফোন থাকলেই বহিষ্কার

আরেফ উসমানী (দেওবন্দ) শীলনবাংলা ডটকম: বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ স্মার্টফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী শুক্রবার শিক্ষার্থীদের এক নির্দেশ জারি করে বলেন, কোনো শিক্ষার্থীর কাছে যদি স্মাটফেোন পাওয়া যায় তাকে দারুল উলূম থেকে বহিষ্কার করা হবে।

দরসগাহ স্মার্টফোনের জন্য নয় উল্লেখ করে মুফতী আবুল কাসেম বলেন, শিক্ষার্থীকে স্মার্টফোন বাড়িতে রেখে আসতে হবে। কারও কাছে প্রতিষ্ঠানের ভেতরের স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠিন বিচার দায়ের করা হবে।

স্মার্টফোনে শিক্ষার অগ্রগতি ক্ষুণ্ন হচ্ছে দাবি করে মুফতী নোমানী বলেন, স্মার্টফোনে পড়ালেখার ক্ষতি হয়। এরদ্বারা শিক্ষার অগ্রগতি বাধাগ্রস্ত হয়।

শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী শিক্ষার্থীদের ওপর এক নির্দেশ জারি করে এসব কথা বলেন।


গ্রন্থনা : আশরাফ হুমাইদ
সূত্র : ইন্ডিয়ান ডেইলি জার্নাল, দিল্লী

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2018 shilonbangla.com
Design & Developed BY ThemesBazar.Com