শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন

তোমার স্পর্শে স্পর্শনীয় আমি | কাদির চৌধুরী বাবুল

তোমার স্পর্শে স্পর্শনীয় আমি | কাদির চৌধুরী বাবুল

তোমার স্পর্শে স্পর্শনীয় আমি

কাদির চৌধুরী বাবুল

খাঁটি ভালবাসা নিয়ে তোমার সামনে দাড়িয়েছি চোখ খুলে দেখো, কবিতা।

সাড়ে বিয়াল্লিশ বছরের যুবক আমি, কোনো প্রেম বিলাসী নই।

আমি লোভাতুর নই, নির্ভেজাল, নিখাদ ভালবাসা নিয়ে এসেছি।

আমি কোনো প্রেমের ফেরিওয়ালা নই, প্রেম বেচাকেনা করি না হাটে ঘাটে।

আমার ভালোবাসা অমৃত স্বাদযুক্ত, তোমার বিশ্বাস না হলে পরীক্ষা করো।

আমি এসেছি, তোমার সরোবরে পদ্মরাগে তৃষ্ণাতুর প্রাণে জলমগ্ন হতে।

মিলন কামাতুর নই, তুমি আমার স্বপ্নবিলাসী অলুব্ধ চাওয়া পাওয়া।

প্রেম দাও কবিতা, অমৃত প্রেম, আমি বিশ্বাস করি তুমি আমার বসন্ত রাগিনী।

তোমার ঢেবঢেব চোখে মৌনতা, এক ফলক বাঁকা চাহনি, বাঁধভাঙা জোয়ার ডাকে।

চুলের মোহিনী ঘ্রাণে আমি চিরঞ্জীবী হয়ে উঠি, উন্মাদনায় কাটে রাত দু’পহর।

কবিতা, আমি ক্লিওপ্রেট্রার পরাজিত রাজকুমার নই, আমি তোমার স্বপ্নপুরুষ।

তোমার ষোলকলা রূপজালে বন্ধি, অামার অস্থিরতাকে তুমি বুঝো।

কবিতা, প্রতিনিয়ত তোমাকে দেখে দেখে আমার পুরুষত্ব জেগে উঠে। তোমার স্পর্শে স্পর্শনীয় আমি।

সাড়ে বিয়াল্লিশ বছরের টগবগে যুবক, আমি আর কেহ নয়।

আমি ত্রিস্তানেরমতো তোমার প্রেম চাই, আমি নড়তে নারাজ, হারতে চাই না।

তুমি আমার হেলেন, জুলিয়েট, তুমি আমার লাইলী, আনারকলি।

তুমি আমার প্রেমদেবী ইউরিডাইস হয়ে আমার দেবত্বকে অমরত্ব দাও, আমার অনুরাগ তোমাকে ছুঁবে চিরকাল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2018 shilonbangla.com
Design & Developed BY ThemesBazar.Com