ঢাবির ৫২ শিক্ষার্থী বহিষ্কার! শীলন বাংলা রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়;যা বহু-অনুষদভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।
পরীক্ষায় নকল করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ফেল করানোয় ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) চার শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে।
এ ছাড়া ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
এসব তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
সভাসূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ও মিডটার্ম পরীক্ষায় নকল করার অভিযোগে ৫২ শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড।
অন্যদিকে ডিএমসির চার শিক্ষকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীকে ফেল করানোর জন্য ট্যাবিউলেশন শিটে কম নম্বর দেওয়ার অভিযোগ আসে। তাদেরও ডিবির সভায় দুই থেকে তিন বছরের পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
এ ছাড়া ইতিহাস বিকৃতির দায়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক মোর্শেদ হাসান খানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে তা ঠিক করতে অ্যাটর্নি জেনারেল ও বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মেজবাহ উদ্দীনকে দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়া ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a Reply