শীলন বাংলা রিপোর্ট : ঢাকা সায়েদাবাদে জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসা এবারও ঈর্ষনীয় সাফল্য পেয়েছে বার্ষিক পরীক্ষায়। বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষায় বাইতুন নূরের ফলাফল, # সাফল্যের শীর্ষে।
মেশকাতে ২ য় ও ৩য় ও ৫ম , নাহবেমীরে ১ম, তাইসীরে ২য় এবং হিফযে ২য় সহ মোট ৮৪ টা মেধা স্থান অর্জন। ফালিল্লাহিল হামদ।
মেশকাত-
সারা বাংলাদেশে ২য় স্থান অধিকার করেছে জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসার মুহা: ইকরামুল হাসান আহমদ। প্রাপ্ত নম্বর ৭৬৪।
৩য় স্থান অধিকার করেছে জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসার মাহবুবুল আলম প্রাপ্ত নম্বর ৭৬১।
এই জামাতে মোট মেধা তালিকায় স্থান পেয়েছে ৮ জন।
মুতাওয়াসসিতাহ (নিম্ম মাধ্যমিক) নাহবেমীর-
মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার (১ম স্থান করেছে) ঢাকা জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী-এর মুহা: সাজ্জাদ হুসাইন সা‘আদ। প্রাপ্ত নম্বর ৬৮৪।
এই জামাতে মোট মেধা তালিকায় স্থান পেয়েছে ২৪ জন।
তাইসীর-
২য় স্থান অধিকার করেছে জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসা এর মুহা: বেলাল হুসাইন প্রাপ্ত নম্বর ৬৭৯
এই জামাতে মোট মেধা তালিকায় স্থান পেয়েছে ৫০ জন।
উস্তাযদের দুআ ও ছাত্রদের মেহনত আল্লাহ কবুল করেছেন। আর আল্লাহর ফজলেই সব হয়েছে। আল্লাহ তাআলা সকল তালাবায়ে কেরামকে আখেরাতেও কামিয়াম করেন। আমীন।
বিঃদ্রঃ বাইতুন নূরে ৭ শাওয়াল পুরাতন ছাত্রদের ভর্তি, ৮ শাওয়াল নতুনদের। ভর্তি একদিনই চলবে। ইফতা বিভাগে ৮ ও ৯ শাওয়াল যথাক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
Leave a Reply