বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ অপরাহ্ন

ড. কাজী শহীদুল্লাহ ইউজিসির চেয়ারম্যান

ড. কাজী শহীদুল্লাহ ইউজিসির চেয়ারম্যান

ড. কাজী শহীদুল্লাহ ইউজিসির চেয়ারম্যান

শীলন বাংলা রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যোলয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার (২২ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী কাজী শহীদুল্লাহকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতনভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
গত ৭ মে ইউজিসি চেয়ারম্যান পদে আব্দুল মান্নানের মেয়াদ শেষ হয়। এরপর রুটিন দায়িত্ব পালন করছিলেন জ্যেষ্ঠ সদস্য ইউসুফ আলী মোল্লা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2018 shilonbangla.com
Design & Developed BY ThemesBazar.Com