মুফতী আবুল ফাতাহ কাসেমী
চাকুরিজীবী (আজিরে খাস/Private Employee) এর চাকরির নির্ধারিত সময়ে নিয়োগকর্তা বা মালিকের অনুমোদন ছাড়া কোন নফল নামাজ পড়তে পারবে না। কেবল ফরজ ও সুন্নত নামাজ পড়তে পারবে। এতটুকু অধিকার একজন শ্রমিক বা চাকুরিজীবীর মৌলিক অধিকার।
তবে নামাজের জন্য নির্ধারিত সময় বরাদ্দ দেয়া হলে ঐ সময়ে কর্মচারি ও চাকুরিজীবী নফলও পড়তে পারবে। এ জন্য স্বতন্ত্র অনুমোদনের প্রয়োজন নেই।
বুঝা গেল, ইনকাম হালাল হওয়ার জন্য শুধু জব হালাল হওয়াই যথেষ্ট নয়; কাজও যথাযথভাবে আঞ্জাম দিতে হবে।
সুত্রঃ ইমদাদুল ফতোয়া ৩/৩৮৮
Leave a Reply