কামরাঙ্গীরচরের মাদবরবাজারের মারকাযুল ইসলাহ মহিলা মাদরাসা মিলনায়তনে শুক্রবার (১৮ আগস্ট ২০২৩) বিকালে বসছে গুণী লেখকদের নিয়ে সাহিত্যআড্ডা। কলম একাডেমির এই আয়োজনে দাওয়াত করা হয়েছে লেখকদের। থাকবে লেখা পাঠের সুযোগ।
এবারের শিরোনাম- ‘সাহিত্য ও সংস্কৃতি চর্চায় ওলামায়ে কেরামের অবদান ও করণীয়’ এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- সাকাফী নেসাবের প্রবক্তা, মারকাযুস সাকাফা আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, শাইখুল হাদীস ও শাইখুল আদব আল্লামা সাইয়েদ আহমদ সাঈদ দা. বা.।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন-
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি, ঢাকামেইল এর যুগ্ম বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর। মাওলানা মুনীরুল ইসলাম, সভাপতি- বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম। মাওলানা মাসউদুল কাদির, চেয়ারম্যান শীলন বাংলাদেশ ও মুহাদ্দিস, মাদরাসাতুল মদীনা আফতাবনগর ঢাকা। এমদাদুল হক তাসনীম, অর্থ সম্পাদক, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম, মুফতী তাজুল ইসলাম, লেখক ও হোমিও চিকিৎসা গবেষক। কবি রুহুল আমীন, লেখক ও বিশিষ্ট ব্যবসায়ী। মুফতী রফিকুল্লাহ খান ফয়জী, ইমাম এনেক্সকো মার্কেট জামে মসজিদ ও মুহাদ্দিস, মারকাযুল ইসলাহ ঢাকা। মুফতী ওমর ফারুক সাইফী উদ্যোক্তা ও গবেষক। মাওলানা রেদওয়ান সামী, বিশিষ্ট শিশু সাহিত্যিক। মুফতী আমিনুল ইসলাম আরাফাত, শিক্ষক শাইখ যাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টার। মুফতী যাইনুল আবেদীন কাসেমী, শিক্ষক দারুল হিকমাহ ঢাকা, মুফতী মোবারক সাঈদ, তরুণ আরবী সাহিত্যিক। আর সভাপতি হিসেবে থাকবেন কাজী সিকান্দার।
যুগ ধারাবাহিকতায় সময়ের সচেতন কর্ণধারগণ বিভিন্ন আঙ্গিকে কাজ করেছেন। কেউ বা একাকী কেউ বা সঙ্ঘবদ্ধভাবে। যিনি যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন সেভাবেই কাজ করেছেন। আমাদের আকাবিরগণ প্রতিটি ক্ষেত্রে কাজ করে আমাদের জন্য রেখে গিয়েছেন বিশাল প্রান্তর। জগতিক জ্ঞান হোক বা ধর্মীয় জ্ঞান সব ক্ষেত্রই এখন পরিপূর্ণ। সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনেও আমাদের পূর্বসূরীগণ ও বর্তমানের দিকপালগণ বিস্তর কাজ করেছেন, করছেন ও করবেন। সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ- কলম একাডেমির পরিচালনা পর্ষদের কয়েকজন উদ্যমী প্রাণ কিছু করার চেষ্টা করছেন। তাই তারা প্রাথমিকভাবে তিনটি আঙ্গিকে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
১. নতুনদের এগিয়ে যাওয়ার পথ দেখানো- বিভিন্ন সাহিত্য বৈঠক, লেখা-লেখি ও সাংস্কৃতিক মজলিস ইত্যাদির মাধ্যমে। ২. যারা এগিয়ে যাচ্ছেন তাদের এগিয়ে যাওয়ার সহযোগী হয়ে কাজ করা। ৩. যারা প্রবীণ বা প্রতিষ্ঠিত তাদের সম্মানিত করা। এগুলো বাস্তবায়ন করার জন্য সময় উপযোগী পদক্ষেপ নেয়া হবে ইনশাআল্লাহ। আমাদের স্বপ্ন ও ইচ্ছা আছে অফুরন্ত, দুআ চাই সাধ্যও যেন অনুকূল হয়।
এ লক্ষ্যে আমাদের প্রথম পদক্ষেপ এই আয়োজন। আসলে এটি একটি লেখকদের সাহিত্য আড্ডা বা মজলিস বলা চলে, তবে নির্দিষ্ট শিরোনামে কিছু কথা তুলে ধারা। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক আড্ডা হবে এমনই কোনো শিরোনামে। আল্লাহ কবুল করুন আর তাওফীক দান করুন সব কাজ ইখলাসের সাথে করার। আমীন!
Leave a Reply