শীলনবাংলা ডটকম :: রাজধানীর কামরাঙ্গিরচরে গত শুক্রবার (১৮ আগস্ট ২০২৩) বিকালে কলম একাডেমির লেখক মজলিস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকাফী নেসাবের প্রবক্তা, মারকাযুস সাকাফা আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, শাইখুল হাদীস ও শাইখুল আদব আল্লামা সাইয়েদ আহমদ সাঈদ। তিনি বলেন, আকাবিরদের পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।
কলম একাডেমির লেখক মজলিসের সভাপতিত্ব করেন মুফতি কাজী সিকান্দার। এ ছাড়াও বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি, ঢাকামেইল এর যুগ্ম বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর। মাওলানা মুনীরুল ইসলাম, সভাপতি- বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম। মাওলানা মাসউদুল কাদির, চেয়ারম্যান শীলন বাংলাদেশ ও মুহাদ্দিস, মাদরাসাতুল মদীনা আফতাবনগর ঢাকা। জিয়ারাহ ট্রাবেলসের সত্ত্বাধিকারী মাওলানা যাকারিয়া ইদরিস, এমদাদুল হক তাসনীম, অর্থ সম্পাদক, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম, মুফতী তাজুল ইসলাম, লেখক ও হোমিও চিকিৎসা গবেষক। কবি রুহুল আমীন, লেখক ও বিশিষ্ট ব্যবসায়ী। মুফতী রফিকুল্লাহ খান ফয়জী, ইমাম এনেক্সকো মার্কেট জামে মসজিদ ও মুহাদ্দিস, মারকাযুল ইসলাহ ঢাকা। মুফতী ওমর ফারুক সাইফী উদ্যোক্তা ও গবেষক। মাওলানা রেদওয়ান সামী, বিশিষ্ট শিশু সাহিত্যিক। মুফতী আমিনুল ইসলাম আরাফাত, শিক্ষক শাইখ যাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টার। মুফতী মোবারক সাঈদ, তরুণ আরবী সাহিত্যিক।
এছাড়াও অনুষ্ঠানে স্বরচিত লেখাপাঠ হয়। বক্তারা এমন অনুষ্ঠান নিয়মিত করার আহ্বান জানান।
পরে হযরতুল আল্লাম মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুযূরের মাকবারা জিয়ারত করা হয়। রাতে অতিথিদের নিয়ে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়।
Leave a Reply