যদি পারতাম
যদি পারতাম—
আকাশের কাছ হতে
ভোরের সূর্য এনে
তোমার কপালে লাল
টিপ পরাতাম।
তোমার কাছে আছে
স্বর্গীয় সুখ,অনাবিল আনন্দ
তোমার প্রেরণায় খুঁজে পাই
আমি কবিতা ও গানের ছন্দ।
শিল্পীর মতো করে
তুলির আঁচড়ে
তোমার ছবি হৃদয়ে
আঁকতাম,
যদি পারতাম।
নাড়িয়ে দাও
পুঁইয়ের ডগার মতো আমার মন
স্পর্শ করোনা ভেঙ্গে যাবো;
ছুরিতে কেটোনা,
আঘাত পাবো।
মাঁচায় রেখো,
ছড়িয়ে যাবো।
নাড়িয়ে দাও,পরশ দেবো।
লাল সবুজের দেশ
সবুজ সবুজ গাছের সারি
সবুজ মাঠের ঘাস
লাল রঙের সূর্য্য ওঠে
করি বসবাস।
সবুজ গাঁয়ের মধ্য দিয়ে
আঁকা বাঁকা নদী
ছলাৎ ছলাৎ কল কলানি
বইছে নিরবধি।
নদীর তীরে বটের ছায়ায়
বসে হাট ও মেলা
সকাল হতে সন্ধ্যাবদি
যাক্ গড়িয়ে বেলা।
Leave a Reply