এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ বুধবার শীলনবাংলা ডটকম : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল বুধবার। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সকল শিক্ষা বোর্ডের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ১০টায় বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমানের ফলফলের অনুলিপি তুলে দেবেন।
এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক মঙ্গলবার সংবাদিকদের বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাত পোহালেই শুরু হবে ফল প্রকাশের কার্যক্রম।
তিনি বলেন, সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১ গত এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।
Leave a Reply