আশরাফ হুমাইদ ● আজ বুধবার পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া মহাদেশের প্রায় স্থানে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। গত কয়েকদিন ধরেই বিশ্বের অন্যান্ন দেশে ও পালন হচ্ছে কুরবানির এ ঈদ। সাধ্যমত ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে দিচ্ছেন পশু কোরবানি। বিশ্বের বিভিন্ন প্রান্তের ঈদ নিয়ে আমাদের এ আয়োজন। পৃথবীর বিভিন্ন স্থানে ঈদ আনন্দের কিছু স্থিরছিত্র দেওয়া হল শীলন বাংলা’র পাঠকদের জন্য।
এবারো ঈদ আনন্দ স্পর্শ করেনি রোহিঙ্গা মুসলমানদের।বাংলাদেশে আসা রোহিঙ্গারা ঈদের নামাজ আদায় করছেন। ছবি:আল জাজিরা
বিশ্বের বিভিন্ন দেশে মঙ্গলবার পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ঈদের দিন প্রিয়জনদের কবরের পাশে এক নারী। ইদলিবে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বিন্নিশ শহরের একটি কবরস্থান থেকে শুক্রবার তোলা ছবি। ছবি: এএফপি
জ্যামাইকার সেন্ট্রাল জামে মসজিদে সিপিএল খেলতে আসা বিভিন্ন দেশের মুসলমান ক্রিকেটারদের সাথে নামাজ আদায় করেন বাংলাদেশ তারকা মাহমুদুল্লাহ।ছবি:টুইটারের সৌজন্যে
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে নিহত স্বজনদের কবরে ঈদের দিন শ্রদ্ধা জানাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। ছবিটি গতকাল মঙ্গলবার নাজাফ শহরের ওয়াদি আল-সালাম কবরস্থান থেকে তোলা। ছবি: এএফপি
ঈদের নামাজের পর কোলাকুলি করছেন দুই আফগান। ছবিটি আফগানিস্তানের জালালাবাদ শহর থেকে তোলা। ছবি: এএফপি
দেশে এখনো যুদ্ধ চলছে। কিন্তু তাই বলে ম্লান হয়নি ঈদের আনন্দ। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব শহরে একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে পিকআপ ভ্যানে টানা রং-বেরঙের যানে উঠে উদযাপন করছে শিশুরা। ছবিটি আজ শুক্রবার তোলা।
রাশিয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মস্কোতে দেশটির কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। আকাশ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ঈদের নামাজে অংশ নেওয়া মানুষের ঢল। ছবি: এএফপি
ফিলিস্তিনে জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: এএফপি
লিবিয়ায় ঈদের জামাতে জড়ো হয়েছেন শত শত মুসল্লি। ছবিটি আজ মঙ্গলবার ত্রিপোলি শহর থেকে তোলা। ছবি: এএফপি
ঈদের নামাজে অংশ নিয়েছে দুই ছোট্ট শিশু। বসনিয়ার সারাজেভো থেকে মঙ্গলবার তোলা ছবি। ছবি: এএফপি
আজ বুধবার ভারতের দেওবন্দে মসজিদে কাদিমে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লীরা।ছবি:মুহাম্মদ নাজমুল ইসলাম
শীলন/৩০৮
Leave a Reply