আগুন জ্বলে ফাগুনে
গরম হয়ে উঠতো এদেশ
তপ্ত মনের আগুনে।
এই ফাগুনেই বায়ান্নতে
ভাষার আগুন জ্বলেছে
বীজ বুনেছি স্বাধীনতার
একাত্তুরে ফলেছে।
এই ফাগুনই মার্চে মিশে
আবার জ্বলে উঠেছে
মুক্ত গণতন্ত্র পেতে
রাজপথে সব জুটেছে।
ফাগুন এসে আগুন জ্বেলে
তা দিয়েছে কড়ায়ে
মার্চকে ঠেলে দিচ্ছে বুঝি
জীবন জাগার লড়ায়ে।
Leave a Reply