হযরত মুহাল্লাব রহ. বলেন, আল্লাহ তায়ালা মুমিনদের প্রতি ভাল ধারণা পোষণ করাকে আবশ্যক করেছেন। কেননা, তিনি বলেছেন, যখন তোমরা এটা শুনলে তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ তাদের নিজেদের সম্পর্কে কেন ভাল ধারণা করল না এবং (কেন) বলল না, এটা তো সুস্পষ্ট অপবাদ? [সূরা নুর : আয়াত ১২] কাজেই আল্লাহ তায়ালা যখন মুমিনদের প্রতি বদ ধারণা পোষণ করাকে স্পষ্ট অপবাদ হিসেবে সাব্যস্ত করেছেন, তাহলে তো অবশ্যই তাদের প্রতি ভাল ধারণা পোষণ করা স্পষ্ট সত্য হিসেবে বিবেচিত হবে। [শরহে বুখারী, ইবনে বাত্তাল ৯/২৬১]
সাঈদ ইবনে মুসাইব রহ. বলেন, আমার এক সাহাবী ভাই আমার নিকট পত্র লেখে বললেন, শক্তিশালী কোন প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত তোমার অপর ভাইয়ের বিষয়টিকে সর্বোত্তম বিষয়ের উপর প্রয়োগ কর। যখন তুমি কোন মুসলমানের মুখ থেকে বের হওয়া কোন কথার ভাল প্রয়োগ ক্ষেত্র পাবে, তখন সেটাকে খারাপ মনে করো না। [ইসতিযকার,ইবনে আব্দুল বার, ৮/২৯১] এক হাদিসে রাসূল সা. ভাল ধারণা পোষণ করাকে উত্তম ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। [সুনানে আবু দাউদ : ৪৯০৯]
আবু আরীবা আমিন আজহারী
এমফিল গবেষক: আল আযহার ইউনিভার্সিটি কায়রো, মিসর
Leave a Reply